সাভারে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করবে র‍্যাব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে র‌্যাব

সাভারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে র‌্যাব

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবার সাভারের মহাসড়ক, সড়ক ও বিভিন্ন পাড়া মহল্লায় অতিরিক্ত টহল শুরু করেছে র‌্যাব-৪। আগামী কয়েকদিন এই টহল অব্যাহত রাখা হবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গতকাল দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পোশাক শ্রমিক এরইমধ্যে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে এসেছে। কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা তাদের কলোনিগুলোতে অবস্থান করবে। তারা যেন অযথা বাইরে ঘোরাঘুরি না করে সে লক্ষ্যে র‌্যাব-৪ আগামী কয়েকদিন কাজ করে যাবে। সামাজিক দূরত্ব নিশ্চিতে আগামী কয়েক দিন এই অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি বাড়তি টহল অব্যাহত রাখবে। একইসঙ্গে সড়ক-মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পাড়া-মহল্লায় দোকান পাট বন্ধে বিশেষ টহল অব্যাহত রাখবে র‌্যাব-৪ এর সদস্যরা। করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর অবস্থানে থেকে প্রতিরোধ করবে হবে।’

এছাড়া র‌্যাব-৪ এর পক্ষ থেকে রোববার শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন