মাশরাফির নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার মৃত্যু

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-27 05:48:20

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তা দায়িত্বে থাকা নড়াইল ডিবি পুলিশের কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের পুত্র।

বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি পথ সভায় বক্তব্য রাখেন। সভা শেষে বিকেল ৩ টার দিকে দেবী থেকে ফেরার সময় তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

এসময় মাশরাফি নিজে তার বহরে থাকা একটি প্রাইভেটকারে করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ শুনে মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পরে এ্যাম্বুলেন্স যোগে নড়াইল পুলিশ লাইনে তার লাশ নিয়ে আসে। এ ঘটনার পর মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন পুলিশ লাইনে মনিরুজ্জামান মিন্টুর লাশ দেখতে যান।

এ ঘটনার পর মাশরাফি বিন মর্তুজার বিভিন্নস্থানে থাকা নির্ধারিত পথসভা সংক্ষিপ্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন মনিরুজ্জামান মিন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার পর পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়িতে লাশ প্রেরণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর