সাদুল্লাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ২৫ দোকানে তালা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা | 2023-08-24 18:32:54

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়াস্থ রেজার মোড়ে পুলিশের উপর হামলার ঘটনায় ২৫ দোকানে ঝুলছে তালা। এ হামলার ঘটনায় প্রায় ২৭৫ জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা করে। ফলে দোকানিরা গ্রেফতারের ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে। ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও ভয়ে দোকান খুলছে না ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, রেজার মোড়স্থ যেসব দোকানপাট রয়েছে তা সবগুলোই ক্ষুদ্র ব্যবসায়ী। এর ফলে ব্যবসা ক্ষেত্রে আয় রোজগার করতে না পেরে তাদের পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করেছ। সেই সাথে গ্রেফতার আতঙ্কেও নির্ঘুম রাত পোহাচ্ছেন ব্যবসায়ীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, পুলিশের উপর হামলার ঘটনায় এই স্থানের ব্যবসায়ীদের মধ্যে হয়তো  ৫/৬জন নামীয় আসামি থাকতে পারে। তবে অজ্ঞাতনামা আসামি থাকার কারণে রেজার মোড়স্থ প্রায় ২৫ জন ব্যবসায়ী তাদের দোকানে তালাবদ্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছে।

শুধু তায় নয়, এ ঘটনার পর থেকে সাদুল্লাপুরের তরফবাজিত, শ্রীকলা ও হামিন্দপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের জনসাধারণ গ্রেফতার আতঙ্কে ভূগছে। সম্প্রতি সাদুল্লাপুর শহরে আসা লোকজনও সতর্ক অবস্থায় চলাফেরা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রসঙ্গতঃ গত শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল সাদুল্লাপুর থেকে মীরপুরের বাড়ি ফেরার পথে নলডাঙ্গার মোড় (রেজার মোড়) পৌঁছালে রেনু বেগম (৭০) নামের এক বৃদ্ধার সাথে গাড়িটি ধাক্কা লাগে। এসময় রেনু বেগম গুরুতর আহত হয়। এ ঘটনার সাথে সাথেই আশপাশের লোকজন নুরুজ্জামান মন্ডলকে লাঞ্চিত করার চেষ্ট করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই স্থানীয় উত্তেজিত জনগণ পুলিশের উপর হামলা করে। এ হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। 

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, পুলিশের কাজে বাধা দেয়া ও পুলিশ হামলার শিকার হওয়ায় নামীয় এবং অজ্ঞাতনামা সহ প্রায় ২৭৫ জনকে আসামি করে সাদুল্লাপুর থানায় পুলিশ বাদি মামলা দায়ের করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর