৩০ ডিসেম্বর হবে এ সরকারের শেষ দিন: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪ | 2023-08-29 10:07:37

'আগামি ৩০ ডিসেম্বর হবে এ সরকারের শেষ দিন। এতদিন যত নির্যাতন, নিপীড়ন করেছেন কিন্তু ৩০ ডিসেম্বর ভোট চুরি করতে পারবেন না। ওইদিন জনগণ কেন্দ্র পাহারা দেবে। ওই দিন হবে জনগণের মুক্তি ও গণতন্ত্র রক্ষার দিন। ৭১ এ পাকিস্তানী হানাদারদের পরাজিত করে দেশকে মুক্ত করেছি, ওইদিন ভোট বিপ্লবের মাধমে দেশের গণতন্ত্র মুক্ত করব।' 

বুধবার (২৭ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার জেলখানা মোড় এলাকায় এক সভায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সখীপুরে ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী শেষ জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলেন।

এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী বলেন, ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে এ দেশকে বাঁচান, গণতন্ত্রকে রক্ষা করুন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করুন। এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতিক, জেলা জনতা লীগের সভাপতি  অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন। 

 

এ সম্পর্কিত আরও খবর