ভোটগ্রহণের জন্য প্রস্তুত গোপালগঞ্জ

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:23:38

আসন্ন সংসদ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ নির্বাচন আফিস। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ করতে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মোট ভোটার আট লাখ ৭৯ হাজার ৯৫৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার চার লাখ ৪২ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার চার লাখ ৩৭ হাজার ১১৬ জন।

তিন আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৮৮টি। আর কক্ষ রয়েছে এক হাজার ৭২৯টি।

গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ১২ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬১ হাজার ১৩৮ জন ও মহিলা ভোটার এক লাখ ৬০ হাজার ৩১২ জন। এ আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৩৩টি। আর কক্ষ সংখ্যা ৬২৪টি।

গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর অপরাংশ) আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ২৬৯ জন ও মহিলা মোটার এক লাখ ৫৫ হাজার ৫৫৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি। আর কক্ষ সংখ্যা ৬২০টি।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে মোট ভোটার দুই লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৪৩৪ জন ও মহিলা ভোটার এক লাখ ২১ হাজার ২৫১ জন। এ আসনটিতে মোট ভোটকেন্দ্র ১০৮টি। আর কক্ষ সংখ্যা ৪৮৫টি।

এ সম্পর্কিত আরও খবর