ভোটের আগেই কারচুপির অভিযোগপত্র

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:34:23

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে ভোটের আগেই ভোট কেন্দ্রে জাল ভোট, কারচুপি, গোলযোগ ও কেন্দ্র দখলের অভিযোগে ভোটগ্রহণ স্থগিতের আবেদন ফরম বিতরণ করার অভিযোগ উঠেছে।

এ ধরনের কিছু অভিযোগপত্র শুক্রবার (২৮ ডিসেম্বর) কোম্পানীগঞ্জে টহলরত বিজিবি ও ফায়ার সার্ভিসের অস্থায়ী চেকপোস্টে বিভিন্ন গাড়ি তল্লাশি করে দুটি সিএনজি থেকে উদ্ধার¬ করা হয়।

অভিযোগপত্র বহনকারী শাহাদাত হোসেন ফয়সল কবিরহাট পৌরসভা বিএনপির ওলামা দলের সভাপতি। পরবর্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত ব্যক্তিকে সর্তক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

তবে এ বিষয়ে অবগত নন বলে জানান মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী সুজন।

এ আসনে মওদুদ আহমদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ভোটের আগে মওদুদ আহমদ কারচুপির অভিযোগ করতে পারেন।’ এ সময় তিনি ভোটের দিন বিএনপি-জামায়াত নাশকতা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও খবর