তীব্র শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে নারীরা

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-08-28 14:44:54

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। কিন্তু শীতের এই তীব্রতা উপেক্ষা করেই ভোটকেন্দ্রে ছুটে আসছেন নারী ভোটাররা। কেউ দলবেঁধে আবার কেউ সন্তান কোলে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন।

বেলা বাড়তেই সোনা রোদের হালকা উত্তাপে মিলেমিশে যেন এক হয়েছে প্রতিটি ভোটকেন্দ্রের পথে। এসব ভোটকেন্দ্রে পুরুষের মতো নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কোনো অংশে কম না। ভোট দিয়ে হাসিমুখেই বাড়ি ফিরতে দেখা গেছে নারী ভোটারদের।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুসভান্ডার আর এম এমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর নারীরা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ৬নং ওয়ার্ডের ভোটার মেওয়া বেগম (৬০) বলেন, 'ভয়হীন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।'

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শফিউল আরিফ জানান, লালমনিরহাট ৩টি সংসদীয় আসনের ভোটকেন্দ্র ৩৬২টি। আর ভোটার ৯ লাখ ১৬ হাজার ৬৮৯ জন ভোটার। এর মধ্যে নারী ভোটারই অর্ধেক। এছাড়া ৩৬২টি কেন্দ্রর মধ্যে ২০৮ গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিশেষ নজরে রয়েছে।

এদিকে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তিনটি আসনের বিএনপি প্রার্থীদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর