নতুন বই পেল সুবিধাবঞ্চিত ৩৬ শিশু

বগুড়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-25 04:38:19

বগুড়ায় নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নতুন বই পেয়েছে সুবিধাবঞ্চিত পথ শিশুরা।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের নিয়ে গড়া ‘পথের দিশা ভাসমান স্কুল’ সংগঠনটি শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম আব্দুর রশিদ।

অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির ৩৬ জন শিশু শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের নতুন পাঠ্য বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে সংগঠনটির ক্ষুদে শিক্ষর্থী রেশমা, আলো, জলিল, সিহাব আনন্দে আত্মহারা।

তারা জানায়, এর আগে কখনো তারা নতুন বই পায়নি। পরিবার থেকে তাদেরকে স্কুলে পাঠানো হয়নি। নতুন বই পেয়ে আজ থেকেই তারা পড়াশুনা করবে।

বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও পথের দিশা ভাসমান স্কুলের প্রধান উপদেষ্টা এমদাদ আহম্মেদ বাবু, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল আখলাক, ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মহররম আলী, পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম সুমন, সাংবাদিক মোস্তফা মোঘল, পথের দিশা ভাসমান স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষক আতিয়া সানজিদা অরিন, শাহনাজ পারভীন, ফারুক হোসাইন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর