ডা. রুহুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নাগরিক সমাজ

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-08-28 11:49:36

নবম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ডা. আফম রুহুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছিলেন। সে সময় দেশের স্বাস্থ্য বিভাগের উন্নয়ন করেছেন। এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি হ্যাট্রিক করেছেন। তাই সাতক্ষীরা-৩ আসনের এ সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নাগরিক সমাজ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাস্থ্য সেবাকে উন্নত মানে পৌঁছে দেওয়া ছাড়াও ডা. রুহুল হক মা ও শিশুর মৃত্যু রোধ বিষয়ক জাতিসংঘ ঘোষিত এমডিজি পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজ, যুব উন্নয়ন কেন্দ্র, নার্সিং ট্রেইনিং সেন্টার গড়ে তুলেছেন। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। এমনকি ২০১৪ সালের নির্বাচনের পর থেকে গত পাঁচবছর যাবত তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অনেক দায়িত্ব পালন করেছেন।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শিক্ষা জীবনে ইডেন মহিলা কলেজ ছাত্রী সংসদের ভিপি ছিলেন। একই সময় ডা. রুহুল হক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ সংসদের ভিপি। ফলে দুই নেতা পরস্পরের প্রতি গভীর আস্থাশীল। ডা. রুহুল হককে মন্ত্রী করা হলে সাতক্ষীরার তো বটেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সাতক্ষীরার ২৩ লাখ মানুষ তাকে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চায় বলেও বক্তারা দাবি করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ডা. মোকলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাডভোকেট ওসমান গণি, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম আরাফাত হোসেন, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, মজনু চৌধুরি, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাতক্ষীরা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিক রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান প্রমুখ।

উল্লেখ্য, ডা. আফম রুহুল হক সাতক্ষীরা-৩ আসনে ২০০৮-এর নবম সসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪-এর দশম সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য হন। সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনেও ডা. আফম রুহুল হক ৩ লাখ ৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর