৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালনে সাহসিকতার পুরস্কার পাচ্ছেন তিন আনসার ভিডিপির সদস্য। শনিবার (৫ জানুয়ারি) জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে তাদেরকে আর্থিক অনুদানের মাধ্যমে এ সম্মাননা দেয়া হবে।
তারা হলেন- চাঁদপুর সদর উপজেলার সফরমালি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করা এপিসি আবু তাহের, বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করা এপিসি রিয়াদ এমদাদ এবং হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রব।
শুক্রবার (৪ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা ৯৯৬ জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানে সিনিয়র উপ-পরিচালক জেলা কমান্ড্যান্ট এএসএম আজিম উদ্দিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘যেসব ভোট কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যদের গুলি ব্যবহার করতে হয়েছে। তাদেরকে আমরা সাহসিকতার পুরস্কারের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করব। শনিবার (৫ জানুয়ারি) জেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যেগে আর্থিকভাবে সম্মাননার ব্যবস্থা করা হয়েছে।’
আজিম উদ্দিন বলেন, ‘এছাড়া ভোট কেন্দ্রের দায়িত্বে থাকাকালীন সময় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এলাকায় আলী আহম্মদ নামের এক সদস্যের মৃত্যু হয়। আমরা মৃত ব্যাক্তির পরিবারকে সরকারিভাবে সকল সুবিধা দেয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। আলী আহম্মদ ২৯ তারিখ বিকেলে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় মারা যান।’
জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ভাতা দেয়া হয়েছে।’
সাহসিকতার পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করেন হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যলয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রব। তিনি বলেন, ‘ভোটার হওয়ার পর ভোটই দিতে পারিনি। আনসার ভিডিপির সদস্য হিসেবে কর্মে ঢুকে গেছি। ১৯৭৩ সাল থেকে একাধিকবার জাতীয় নির্বাচনী দায়িত্ব পালন করেছি। মালিগাঁও ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা ৪ নম্বর বুথ থেকে ভোটের বাক্স ছিনিয়ে নিতে চেয়েছিল। পরে আমি প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ক্রমে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’