তিস্তায় নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪ | 2023-08-30 14:29:01

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে ভারী যানবাহন চলাচল ঠেকাতে এর প্রবেশ মুখে লোহার ব্যারিকেড ভেঙ্গে দিয়ে দিনে ও রাতে চলছে পাথর বোঝাই ৩০-৪০ মেট্রিকটন ওজনের ট্রাক। ফলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারছে চলছে ভারী যানবাহন।

অথচ সেখানে আছে পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্প। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও রয়েছে সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী।

তিস্তা ব্যারাজকে রক্ষার্থে ২০১৪ সালের ২৫ নভেম্বর হতে ব্যারেজের উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পানি উন্নয়ন বোর্ড। কারণ, ব্যারেজ চালু হবার পর রাজস্ব আদায়ে যানবাহন পারাপারে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০১ সালে ব্যারেজের উপর দিয়ে ২০ টনের নিচে সব যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। সেই থেকে প্রতিবছর সরকার রাজস্ব আয় করতো কোটি টাকার ওপরে।

কিন্তু টোল আদায়ের ঠিকাদার কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে ৩০ থাকে ৩৫ টনের বেশি ওজনের ভারী যানবাহন চলাচলের সুবিধা করে দেয়। এতে ব্যারাজে দেখা দেয় ফাটল ও ৪৪টি মুল জলকপাট গুলো অপারেটিং এ দেখা দেয় সমস্যা

ব্যারেজের উভয় প্রান্তের গেটে মূল সড়কে রিক্সা ভ্যান, কার, মাইক্রো পারাপারের সুবিধায় ৭ ফিট ৮ ইঞ্চি ফাঁকা রেখে লোহার পাইপ বসিয়ে রাস্তা সংকীর্ণ করা হয়। যাতে ট্রাক ও বাস চলাচল করতে না পারে।

তিস্তা ব্যারাজের প্রবেশে দ্বারের উভয়প্রান্তের লোহার পাইপ ভেঙে পুনরায় চলাচল সচল হয় ভারী যানবাহন। এ জন্য সরকারি এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যদের যোগসাজশ পুনরায় ভারী যানবাহন চলাচল শুরু করেছে ব্যারাজের উপর দিয়ে।

বেশ কয়েকজন ট্রাক চালক জানায়, তিস্তা ব্যারাজ হয়ে চলাচল করলে তিস্তা সড়ক সেতুর টোল ও রাস্তার দূরত্ব কমে অতিরিক্ত জ্বালানি দু'টোয় বেঁচে যায়। টাকা ছাড়া ব্যারাজে পাথর বোঝাই গাড়ি তোলা সম্ভব নয়। ট্রাক প্রতি পাঁচ থেকে হাজার করে টাকা দিলেই বাধা নেই।

তিস্তা ব্যারাজে নিরাপত্তায় থাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম বার্তা২৪কে জানান, পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন অনুযায়ী ছোট ছোট যানবাহনগুলো চলাচল করে। তবে পাথরের ট্রাক চলাচলের কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।'

টাকার বিনিময়ে পুলিশের উপস্থিতিতে আনসার সদস্যদের যোগসাজশে মালবাহী ট্রাক ছাড়া হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ সদস্যরা এরকম করতেই পারে না, করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনসার সদস্যরা ভিন্ন সংস্থার তার দায়ভার পুলিশ নিবে না বলে জানায় তিনি।

তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান বিষয়টি তার নজরে এসেছে। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী তিস্তা ব্যারাজ রক্ষার্থে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি করেছে সবসময়।

এ সম্পর্কিত আরও খবর