টাস্কফোর্সের অভিযানের ঘন্টাখানেকের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চিকাডহর গ্রামের রহিম মিয়ার যৌথমালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণভাবে পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান। নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য সোমবার বিকেলে পাথর কোয়ারীতে পরিচালতি পরিবেশ বিধ্বংসী অবৈধ বোমা মেশিনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ টাস্কফোর্সের সদস্যরা।