সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৫২ জেলেসহ সোয়া ২ কোটি টাকার মালামাল আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বনবিভাগের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএনভিআর আল মাহমুদ জেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট দুবলা খুলনা জেলার দাকোপ থানাধীন বঙ্গবন্ধুর চর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৫২ জন জেলেসহ ০৫ টি ইঞ্জিনচালিত বোট ০৫ টি দেশীয় নৌকা এবং ৮০ লক্ষ পিস ফ্যাইসা পোনা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত জেলে ও মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নীল কমল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়।