ইউপি সদস্যের বাড়িতে আগুন

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:16:41

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা গ্রামে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মোতাহার হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার এ ঘটনাট ঘটে।

ক্ষতিগ্রস্ত মোতাহার হোসেন ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং একই গ্রামের মৃত আফাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি ডিবিগ্রাম ইউনিয়নের একজন সদস্য।

আগুনের ঘটনায় মোতাহের হোসেনের বসত ঘরের সমস্ত আসবাবপত্র, জমির দলিলপত্রসহ অন্যান্য মালামাল আগুনে ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

মোতাহার হোসেন বলেন, ‘অন্যদিনের মত সোমবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। ভোর রাতের আগে ঘরের ভেতরে আগুনের উত্তাপে ঘুম ভেঙ্গে দেখি সমস্ত ঘরে আগুন জ্বলছে। কোনো মতে স্ত্রী সন্তানসহ ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পাই।’

‘আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। ইতোমধ্যে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র কাপড়-চোপড়, জমির দলিল পত্রাদি, গহনাপত্রসহ সবকিছু পুড়ে যায়।’

তিনি বলেন, ‘আত্মীয় স্বজনের সাথে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছে। তারা বেশ কিছুদিন যাবৎ আমাদের ক্ষতি সাধনের হুমকিও দিচ্ছিলেন।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর