রাজনীতি থেকে ফের অব্যাহতির ঘোষণা মুকতার আলীর

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-22 15:21:42

ঘোষণা দিয়ে ২০১৪ সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও কয়েকটি মামালায় জড়ানো হয় বলে অভিযোগ করেছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুকতার আলী। তাই তিনি পুনরায় সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ি রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। মুকতার আলী উপজেলার চালিতাদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।

লিখিত বক্তব্য তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নস্থ জুনদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং একই ইউনিয়নের ভবানীপুর মসজিদের ঈমাম হিসাবে দায়িত্ব পালন করছি।’

মুকতার আলী বলেন, ‘বিগত সময়ে আমি দীর্ঘদিন জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর শ্রমিক ফেডারেশনের রাজনীতিতে সাংগঠনিক দায়িত্বসহ সর্বশেষ উক্ত সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে গত ২০১৪ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করে আমি সামাজিকভাবে বসবাস করে আসছি। তারপরও আমাকে বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে (সাংবাদিক) প্রশাসনসহ দেশবাসীকে আবারও জানাতে চাই আমি জায়ামাতে ইসলামীর কোনো সাংগঠনিক দায়িত্বে নাই। আমি রাজনীতি হতে আমৃত্যু অবসরের জন্য আবারও ঘোষণা দিলাম। আমাকে কোনো রাজনীতিতে না জড়িয়ে স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য সকলের সহযোগীতা কামনা করছি।’

এ সম্পর্কিত আরও খবর