গাইবান্ধায় কৃষকদের আড়াই কোটি টাকার প্রণোদনা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 13:45:50

গাইবান্ধার সাত উপজেলার ১৮ হাজারের অধিক কৃষক প্রায় আড়াই কোটির টাকার কৃষি সহায়তা প্রণোদনা পাবেন। চলতি রবি ও গ্রীষ্মকালীন মৌসুমে এর মধ্যে থাকছে গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, তিল, মুগ, বিটি বেগুন ইত্যাদি। এছাড়া বোরো ধান চাষের জন্য নির্বাচিত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা পাবেন বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ ক ম মো. রুহুল আমিন জানান, এ কর্মসূচির আওতায় জেলার পাঁচ হাজার কৃষক গম চাষের জন্য পাবেন ৯৮ লাখ ২৫ হাজার টাকা, ভুট্টা চাষের জন্য সাত হাজার ২০০ কৃষক পাবেন ৯৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

সরিষা চাষের জন্য পাঁচ হাজার কৃষক পাবেন ৩৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য এক হাজার কৃষক পাবেন ৯ লাখ ৩৫ হাজার টাকা, বিটি বেগুন চাষের জন্য ৩০ জন কৃষক পাচ্ছেন ২৯ হাজার ৮৫২ টাকার কৃষি সহায়তা।

তিনি বলেন, ‘প্রান্তিক চাষীদের চাষাবাদে উৎসাহিত করতে জেলার ১৮ হাজার ২৩০ জন কৃষককে সরকারিভাবে কৃষি প্রণোদনা দেওয়া হবে। এজন্য দুই কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৭৫২ টাকা বরাদ্দ এসেছে। ইতোমধ্যে জেলার সাত উপজেলার কৃষি কর্মকর্তারা ইউপি চেয়ারম্যান ও স্থানীয গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে প্রকৃত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর