সাতক্ষীরায় ১৩ প্রার্থীর টার্গেট সংরক্ষিত আসন

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-09-01 01:13:26

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরায় ১৩জন প্রার্থী মাঠে নেমেছেন। বর্তমান সরকারের গত মেয়াদে এ জেলায় সংরক্ষিত আসনে দুজন নারী সংসদে প্রতিনিধিত্ব করেন। তারা হলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিফাত আমীন ও কাজী রোজি। এবার এ জেলা থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন ১৩জন নারী।

এদের কেউ সাংস্কৃতিক কর্মী, কেউ শিক্ষক, কেউ সংগঠক, কেউ আবার পদস্থ সরকারি কর্মকর্তার স্ত্রী। এরা সবাই নবীন ও তারুণ্যে উদ্দীপ্ত। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। তবে অধিকাংশ প্রার্থীই মনোনয়ন পাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন।

প্রার্থীদের মধ্যে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিফাত আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব বঙ্গবন্ধু পেশাজীবী হাইস্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর জোৎস্না আরা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশের সভাপতি অভিনেত্রী ফাল্গুনী হামিদ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের কন্যা সুরাইয়া ইয়াসমিন রত্মা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ফারুক, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান শিল্পী রানী মৃধা, সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য রোজিনা কান্টু সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থী হতে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।

এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী কবি সালেহা আক্তার, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শাখার সভানেত্রী মাসুদা খানম মেধা, সাতক্ষীরা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশাশুনি শিল্পী ঐক্যজোটের সাংস্কৃতিক সম্পাদক চৈতালি মুখার্জী ও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী নুরজাহান মঞ্জুরও সাতক্ষীরা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন চাইবেন বলে গুঞ্জন রয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ স্থান থেকে জোর লবিং শুরু করেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রার্থীরা স্ব-স্ব অবস্থান থেকে দেখাচ্ছেন সম্ভাবনাময় স্বপ্ন। তুলে ধরছেন নিজেদের পরিচয় ও যোগ্যতার চিত্র।

এ সম্পর্কিত আরও খবর