লাভ বেশি হওয়ায় বাড়ছে বাদামের চাষ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-08-26 00:01:27

ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় বাড়ছে বাদামের চাষ। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলার চাষিদের মধ্যে বাদাম চাষের আগ্রহ বাড়ছে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর জেলার ৪২৮ হেক্টর জমিতে বাদাম আবাদ করেছে চাষিরা। এর মধ্যে মহেশপুরে ৪০৯ হেক্টর, কোটচাঁদপুরে ৮ হেক্টর এবং সদর উপজেলা ১১ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে।

সদর উপজেলার চন্ডিপুরের বাদাম চাষি আব্দুর রশিদ বলেন, `এবছর তিনি আড়াই বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। বিঘা প্রতি জমিতে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। আর উৎপাদন হবে ৮ থেকে ১০ মণ বাদাম। বিক্রিতে বাজারে চাহিদা সব সময়ই ভাল থাকে। প্রতি মণ বাদাম ৩ থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। যা খরচের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ থাকে।'

মহেশপুর উপজেলার নেপা গ্রামের কৃষক রাশিদুল আলম বলেন, `অন্যান্য আবাদের তুলনায় বাদাম চাষে খরচ কম, বিক্রিতে বাজারে চাহিদাও ভাল এবং বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে বাদাম আবাদে উৎপাদনও বেশি হচ্ছে। ফলে বাদাম আবাদে দিনদিন চাষিদের আগ্রহ বাড়ছে।'

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষি বিদ জিএম আব্দুর রউফ বলেন, `এ এলাকার কৃষকরা সাধারণত বি-৩ ও ঢাকা-১ এবং দেশীয় জাতের বাদাম আবাদ করেন। কম খরচে লাভের পরিমাণ বেশি। তাই দিনদিন চাষিরা বাদাম আবাদের দিকে ঝুকে পড়ছেন। বাদাম চাষ নতুন নতুন পদ্ধতির ব্যবহার করে সাফল্য পাচ্ছেন কৃষকরা।'

কৃষকদের বাদাম চাষে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর