ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৩ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ভোলা ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ বাজারের পূর্ব পাশে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ভোলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা।
মো. কামাল হোসেন ও মো. জাকির হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি। কিভাবে নতুন করে ব্যবসা শুরু করব এবং ঋণের টাকা দিব সেটাই বুঝতে পারছি না।