বন থেকে কারখানায় মেছো বাঘ, আহত ২

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাজীপুর, বার্তা২৪.কম | 2023-08-22 22:22:42

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল কারখানায় একটি মেছো বাঘ ঢুকে পড়ে। এ সময় বাঘটিকে ধরতে গেলে হামলার শিকার হন দুই শ্রমকি।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘রোববার বিকেলে সিনাবহ এলাকায় পাশের বন থেকে স্থানীয় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল কারখানায় একটি মেছো বাঘ ঢুকে পড়ে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরা বাঘটিকে আটকের চেষ্টা করে। এ সময় বাঘটিও আতঙ্কিত হয়ে আক্রমণাত্মক হয়ে দুই শ্রমিককে আক্রমণ করে।’

তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কারখানার শ্রমিকরা ওই মেছো বাঘটিকে আটক করে কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট কর্মকর্তাদের খবর দিলে তারা এসে মেছো বাঘটি নিয়ে যায়। মেছো বাঘটিকে রাতেই গভীর জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়।’

 

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, মেছো বাঘ বিষাক্ত নয়। তবে তারা অনেক সময় রেবিস জাতীয় ভাইরাস বহন করতে পারে। তাই ওই জীবাণুর হাত থেকে রক্ষা পেতে আক্রমণের ২৪ ঘণ্টার মধ্যে আক্রান্তদের ভ্যাকসিন নেওয়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও খবর