টাঙ্গাইলে নকল সার উৎপাদনকারীকে অর্থদণ্ড

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪ | 2023-08-25 21:42:53

টাঙ্গাইলের ভূঞাপুরে নকল সার উৎপাদন ও বাজারজাত করার দায়ে সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে। এসময় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, দণ্ডপ্রাপ্ত সার ব্যবসায়ী আবুল কালাম দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে বাজারজাত করে আসছিলেন। এর আগে তিনি সারের ডিলার ছিলেন। কিন্তু তার ডিলারশিপের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে যায়। তিনি ডিলারশিপ নবায়ন না করে বাড়িতে নকল সার তৈরি করতেন।

নকল সার বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর