বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম | 2023-08-24 01:56:48

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ-ভুজারীপাড়া সীমান্তে ৪৯১ নম্বর প্রধান সীমান্ত পিলারে খলিলুর রহমান খলিল (৩২) নামে এক বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর রাতে ঘটনাটি ঘটে। নিহত খলিল পশ্চিম ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মোকছেদ আলীর ছেলে বলে নিশ্চিত করেছে ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ সেক্টরের ডিমলা উপজেলা বালাপাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪ কে জানায়, খলিলের মরদেহ ফেরত চেয়ে ভারতের ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হলে তারা সাড়া দিয়েছে।

উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবির এ কর্মকর্তা জানান নিহত খলিল মাদক ব্যবসায়ী ছিল।

এ সম্পর্কিত আরও খবর