মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

ঠাকুরগাঁও, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-25 03:16:00

ঠাকুরগাঁও শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। 

পুলিশ ও মন্দিরের পুরোহিত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা মন্দিরের দেয়ালের উপর দিয়ে ভেতরে প্রবেশের পর একটি কক্ষের তালা ভেঙে কৃষ্ণঠাকুরের মূর্তি ও ১০ ভরি রুপা এবং প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

পরে সকালে পুরোহিতের স্ত্রী মন্দিরে পরিষ্কারের জন্য আসলে তালা ভাঙা দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে এই মন্দিরে আমি আছি। কোনোদিন এমনটা হয়নি। যারা এই কাজটি করেছে তাদের যেন ভগবান শাস্তি দেয়।

ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো জানান, সকালে খবর পাওয়া মাত্র আমার ঘটনাস্থলে আসি। বিষয়টি অনেক কষ্টকর। আমার ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে অবগত করেছি। আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে  কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, চুরি বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি, দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর