বাংলাদেশ ও ভারতের বাংলা কবি সাহিত্যিকদের দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা বাড়িতে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়।
এতে বাংলাদেশের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন আশরাফ উদ্দীন তালুকদার এবং ভারতের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন অজয় চক্রবর্তী।
এ সময় দুই বাংলার গুণী কবিদের একসাথে দেখার জন্য চুয়াডাঙ্গা জেলা সদরসহ আশপাশের অনেক সাহিত্যিকদের উপস্থিতি লক্ষ করা যায়।
কবি সাহিত্যিকদের মিলনমেলায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর।
এর আগে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের কবি সাহিত্যিকরা। এ সময় তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।