লক্ষ্মীপুরে ভিটামিন এ ক্যাপসুল পাবে ৩ লাখ শিশু

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪ | 2023-08-26 04:57:09

লক্ষ্মীপুরে এবার প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে এসব ক্যাপসুল পাবে শিশুরা।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন লক্ষ্মীপুরের ৫টি উপজেলার প্রায় ৩ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সম্পর্কিত আরও খবর