ভিখারির গায়ের ওপর দিয়ে গেল ইনস্যুরেন্সের গাড়ি

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম | 2023-08-25 12:50:57

যশোর শহরের টাউন হল মাঠে বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে রোদে শুয়ে থাকা বৃদ্ধ ভিখারি ইব্রাহিম হোসেনের গায়ের ওপর একটি ইনস্যুরেন্স কোম্পানির গাড়ি উঠিয়ে দিয়েছেন চালক। এতে গুরুতর আহত হয়েছেন ওই ভিখারি। সেখানে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ আটক করে  গাড়ি চালককে।

ভিক্ষুক ইব্রাহিম যশোরের অভয়নগর রেলস্টেশনের পাশে বস্তির মৃত ইউনুছ আলীর ছেলে। আর গাড়িচালক রিয়াদ, মিডলাইফ ইনস্যুরেন্স নামে একটি কোম্পানিতে গাড়ি চালক হিসেবে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শী টিটো, বিপুল ও জামাল জানান, ইব্রাহিম নামে ওই ভিখারি টাউন হল মাঠের মাঝখানে রোদে ঘুমিয়ে ছিলেন। ওই সময় মিডলাইফ ইনস্যুরেন্সের সাদা রঙের একটি কার এসে তাকে চাপা দেয়। ঘটনার সময় কার চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। পরে স্থানীয় কাপড় ব্যবসায়ীরা ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আর তাদের দেওয়া খবরের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ এসে আটক করে গাড়ি চালক রিয়াদকে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ সামস চৌধুরী বলেন, 'ইব্রাহিমের বাম পা, মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।'

যশোর কোতোয়ালি থানার এসআই খবির উদ্দিন বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন হাসপাতালে আছি। গাড়ি (ঢাকা মেট্রো গ-২৮-০৯৩৬) ও এর চালককে আটক করেছি।’

চালক রিয়াদ বলেন, ‘আমি গাড়িটিতে মিডলাইফ ইনস্যুরেন্সের যশোর অফিস প্রধান আতাউর রহমানের স্ত্রীকে নিয়ে টাউন হল মাঠে গিয়েছিলাম। গাড়িটি ঘোরানোর সময় সামনে শুয়ে থাকা ভিক্ষুক কীভাবে চাপা পড়েছে টের পাইনি।'

এ সম্পর্কিত আরও খবর