মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম | 2023-08-24 20:21:53

ঝালকাঠিতে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের ভূমিকা শীর্ষ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাস।

ঝালকাঠি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারি হালদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুজ্জামান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন রায় চৌধূরী ও সাধারণ সম্পাদক তরুণ কর্মকার। কর্মশালায় শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও হিন্দু ধর্মীয়নেতাসহ বিভিন্ন শ্রেণির ১৫০ জনের মত অংশ নেয়।

কর্মশালায় বক্তারা বলেন, ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধরনের প্রকল্প চলমান রাখতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর