সরকারি ঔষধ রাখায় ১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 16:39:55

কুষ্টিয়ায় সরকারি ঔষধ রাখার অপরাধে একটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এসব কাজে সহযোগিতা করার অপরাধে ফার্মেসির পাশের একটি চায়ের দোকানীকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল গেটে অভিযান চালায় র‌্যা-১২ একটি আভিযানিক দল। এ সময় হাসপাতালের সামনে রাসেল ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধ উদ্ধার করা হয়।

ফার্মেসিতে সরকারি ঔষধ রাখার অপরাধে ফার্মেসির মালিক মোঃ আনোয়ার সাঈদ রাসেল ও পাশের চায়ের দোকানদার মোঃ মনিরুল মন্ডলকে আটক করে র‌্যাব।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুছাব্বিরুল ইসলাম।

এ সময় তিনি জানান, সরকারি আইন অমান্য করে সরকারি ঔষদ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাসেল ফার্মেসির মালিককে ৯০ হাজার টাকা ও এসব অনৈতিক কাজে সহযোগিতা করার জন্য চায়ের দোকানীকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর