সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচন শেষে গভীর রাতে ঘোষিত ফলাফলে এডভোকেট জামিলুল হক জামিল ৪৫৩ ভোট পেয়ে সভাপতি ও এডভোকেট হোসেন আহমেদ ৫৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২নং বার হলের দ্বিতীয় তলার লাইব্রেরী ও তৃতীয় তলায় হল রুমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ সভাপতি ১ পদে মো. মুছলেহ উদ্দিন ও লাইব্রেরী সম্পাদক পদে আব্দুল করিম আকবরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি (২) এখলাসুর রহমান ৬১৬ ভোট পেয়ে ও যুগ্ম সম্পাদক জোহরা জেসমিন ৪৩৭ ভোট ও শঙ্কর লাল দাশ ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে সমাজসেবা বিষয়ক সম্পাদক সৈয়দা রাশিদা সাঈদা খানম ৬০৩ ভোট, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আরী হায়দার ফারুক ৪৫৮ ভোট, সহ-সম্পাদক সাইফুর রহমান রানা ৭০৫ ভোট, রবিউল ইসলাম ৬০৯ ভোট ও আব্দুল্লাহ আল হেলাল ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নুর চৌধুরী ৬৭০ ভোট, সহ নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান ৬১৬ ভোট ও নেপাল চন্দ্র চন্দ ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কার্যকরী সদস্যবৃন্দ হলেন- মো. আখতার হোসেন খান, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মান্নান চৌধুরী, এ এস এম আব্দুল গফুর, মো. ওবায়দুর রহমান, গৌর বিকাশ চৌধুরী, মো. ছয়ফুল হোসেন, মো. জমিরুল ইসলাম, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, দীনা ইয়াসমিন, মো. ফজলুর রব।