নড়াইল-যশোর সড়কের সীমান্তবর্তী ভাঙ্গুড়া নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসচালক মোস্তফা মোল্যা (৫০)নিহত হয়েছে। এসময় আরো ১২ জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোস্তফা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের সিরাজ মোল্যার ছেলে।
নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান বলেন, নড়াইলের কালনাঘাট থেকে খুলনাগামী যাত্রীবাহী বাস (যশোর-জ-০৪-০০১৬) এক্সপ্রেস পরিবহন ভাঙ্গুড়া নামক স্থানে পৌছালে সামনের চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।
দুর্ঘটনার খবর শুনে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে বাস চালক মোস্তফা মোল্যাকে মৃত ঘোষণা করেন চিকিৎস।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।