কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে ‘আমরাই কিংবদন্তী’

কুড়িগ্রাম, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:07:14

কুড়িগ্রামের উলিপুর থানাধীন হাতিয়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার জ্যাকেট বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী’ নামক একটি গ্রুপ।

জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একত্রিত করে গ্রুপটি গঠন করা হয়।

অনলাইনভিত্তিক নারী উন্নয়ন সংস্থা ‘পাওয়ার অব শী’-এর সঙ্গে যৌথভাবে ‘আমরাই কিংবদন্তী’ সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর থানাধীন হাতিয়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার জ্যাকেট বিতরণ করে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের সহাযোগিতায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উলিপুরের ইউএনও, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান, পাওয়ার অব শী’র প্রতিনিধি এবং আমরাই কিংবদন্তী’র প্রতিনিধিবৃন্দ।

একই সময়ে ‘আমরাই কিংবদন্তী’র উদ্যোগে চট্টগ্রামের ২টি এতিমখানায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একত্রিত করে ২০১৭ সালের ১৫ নভেম্বর ২২ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘আমরাই কিংবদন্তী’।

যাত্রা শুরুর পর দেশের বিভিন্ন জেলার ছিন্নমূল মানুষ ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ ছাড়াও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছে ‘আমরাই কিংবদন্তী’।

এ সম্পর্কিত আরও খবর