পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি প্রবাহের দাবিতে মানববন্ধন করেছে ইছামতি নদী উদ্ধার আন্দোলন। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন করে সংগঠনের সদস্যরা।
সংগঠনের পাবনার আহ্বায়ক এসএম মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব শাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ আরও অনেকে।
মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘এক সময়ে এই ইছামতি নদী দিয়েই জমিদারী দেখাশোনা করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নৌকা যোগে ইছামতি নদী দিয়ে পাবনার উপর দিয়ে শাহজাদপুর, শিলাইদহসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন।’
‘হোসিয়ারী শিল্প সমৃদ্ধ পাবনার পণ্য পরিবহনের সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল ইছামতি নদী ঘিরে।’ বক্তারা অবিলম্বে ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর পানি প্রবাহ নিশ্চিতসহ পূর্বের প্রাণ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।