তাপমাত্রা পরিবর্তনে চুয়াডাঙ্গায় বাড়ছে রোগাক্রান্ত শিশুর সংখ্যা

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম | 2023-08-25 08:06:18

তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গায় আবহাওয়ার পরিবর্তন এসেছে। দিনে গরম রাতে শীত। ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে শিশুদের মাঝে। এতে গুরুতর অসুস্থ হচ্ছে শিশুরা। বিশেষ করে জেলার হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই।

অধিকাংশ শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া জ্বরসহ বিভিন্ন ধরনের রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে অধিকাংশ শিশেই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। গত তিন দিনে ডায়রিয়া রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অন্তত ২৮০ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এছাড়া শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে রোববার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত ৬৫ জন শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সব মিলেই বর্তমানে শিশু ডায়রিয়া ও শিশু ওর্য়াডে প্রায় শতাধিক শিশু ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছে।

বিগত সাতদিনে বহির্বিভাগ থেকে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায় ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন বার্তা২৪.কমকে বলেন, ‘পরিবারে অযত্নের কারণে শিশুদের অসুস্থা বেড়ে গেছে। এ সময় তাদের বিশেষ যত্নের প্রয়োজন।’

এ সম্পর্কিত আরও খবর