নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ র্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
সোমবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর রাশেদিয়া মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর বজরের জাহাঙ্গির আলমের ছেলে জামাল হোসেন, মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের আবুল ছোবহানের ছেলে নাযিমুল হক এবং লালপুরের সোহাগ মেম্বার বাড়ির সামছুল ইসলামের স্ত্রী লাভলি বেগম। নিহত আরেকজন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহতরা হলো নিহত লাভলির মেয়ে ও দেবর নাজিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলার সোনাপুরের উদ্দেশে হিমাচল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে আসে। পথে চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর রাশেদিয়া মাদরাসার সামনে আসলে চৌরাস্তা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান বিষয়টি নিশ্চিত করেছেন।