চালকের কানে হেডফোন, ট্রলিচাপায় শিক্ষার্থী

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-08-25 12:04:18

ইটভাটার ট্রলির চাপায় সাতক্ষীরা সদরের কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাসুদ পারভেজ আহত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এরপর দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে অবৈধ ভাটা, ট্রলি বন্ধের দাবিতে সাতক্ষীরা সদরের ছয়কুড়ায় ভাদড়া-বৈকারী সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীর সহপাঠী সুমাইয়া পারভীন জানায়, সকালে তার সহপাঠী মাসুদ স্কুলে আসছিল। এ সময় ইটভাটায় মাটি বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় চালকের কানে হেডফোন ছিল।

রেসমা নামে আরেক শিক্ষার্থী বলে, ‘আমরা চাই এই মাঠে অবৈধভাবে তৈরি হওয়া তিনটি ভাটা বন্ধ করা হোক। এই রোডে যেন কোনো ট্রলি না চলে তার ব্যবস্থা করা হোক। এছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার নির্মাণ করা হোক।’

অবরোধের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) অনিন্দিতা রায় ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের কথা শোনেন এবং এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সড়কে কোনো অবৈধ যানবাহন চলবে না। সাতক্ষীরা জেলা প্রশাসন ইতোমধ্যে অবৈধ এ সব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। আর এই এলাকায় যাতে ট্রলিসহ কোনো অবৈধ যানবাহন না চলে সে ব্যাপারে চেয়ারম্যানকে বলা হয়েছে।’

কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, ‘আজ হতে আমার ইউনিয়নে কোনো ট্রলি চলবে না।’

এ সম্পর্কিত আরও খবর