সড়ক পার হতে গিয়ে পরপারে আট বছর বয়সী আহাদ। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর শহরের তরচন্ডীপুর ফিশারি গেইটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সোমবার (২১ জানুয়ারি) রাতে আহাদ ও তার বন্ধু রাস্তা পার হতে গেলে মুরগি নিয়ে মোটর চালিত একটি ভ্যান চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় আহাদকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আহাদ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর গাজীর ছেলে। সে খলিশাডুলি মাদিয়া দারুস শরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই শফিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক ভ্যান চালক ইসমাইল মিজিকে (৪৫) আটক করে । পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যায়।
এদিকে মাদ্রাসার ছাত্র আহাদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনে তার সহপাঠী ও মাদ্রাসার শিক্ষক এবং তার পরিবারের লোকজন হাসপাতাল এসে আহাজারি করতে দেখা গেছে।
তার বন্ধু মাদ্রাসার ছাত্র শাকিব গাজি বলেন, মাদ্রাসা থেকে সন্ধ্যায় সাইকেল চালিয়ে দুজন মিলে ওয়ারলেস মোড় আসি। পরে ফিশারি ঘাট এলাকায় এসে সাইকেল থেকে নেমে রাস্তা পারাপার হবার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি নিয়ে মোটর চালিত ভ্যানটি এসে সহপাঠী আহাদের গায়ের উপর উঠিয়ে দেয়। ভ্যানের চাকা আহাদের পেটের উপর দিয়ে উঠিয়ে দেওয়ায় সে গুরুতর আঘাত পায়।
এই ঘটনায় ঘাতক চালকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ।