পাবনা শহরের পৈলানপুরে অটোবাইক স্ট্যান্ডের আধিপত্যে দু’গ্রপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের নাম অরিন (১৮)। সে পাবনা শহরের পৈলানপুর মহল্লার ভুট্টু প্রামানিকের ছেলে।
এদিকে, এ ঘটনায় আতংকে মুহূর্তের মধ্যে শতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। পৈলানপুরে ইয়াকুব আলী স্মৃতি সংঘ ক্লাব, ক্লাবে রক্ষিত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং আসবাবপত্র ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানান, পৈলানপুর মোড়ে অটোবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দু’গ্রপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দু’গ্রপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন ভিক্ষুকসহ উভয় গ্রপের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে অরিনের মৃত্যু হয়। নিহত অরিন অটোবাইক স্ট্যান্ডের মাষ্টার বলে জানা গেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।