কুষ্টিয়ায় মহাসড়কে সিএনজি-ইজিবাইক বন্ধ

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 14:25:32

যানজট নিরসনে কুষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও বিদ্যুৎচালিত ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে পুলিশ। রোববার (২০ জানুয়ারি) সকাল থেকেই কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

শহরের মজমপুরে ইজিবাইক প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা কার্যকরে সকাল থেকে শহরের চারটি প্রবেশদ্বারে তদারকি চলছে। শহরের চারটি প্রবেশদ্বারগুলো হলো- বারখাদা ত্রিমোহনী, বটতৈল, চৌড়হাস ও লাহিনী বটতলা মোড়।

বুধবার (২৩ জানুয়ারি) কুষ্টিয়া শহরে সিএনজি স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সিএনজি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন যাত্রীরা। আব্দুল হাকিম নামের এক যাত্রী বলেন, ‘আমি মিরপুর যাবো। কিন্তু স্ট্যান্ডে এসে দেখি সিএনজি নেই।’

তার মতো আরও কয়েকজন যাত্রী জানান, পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন। রিকশা করে সিএনজি স্ট্যান্ডে এসে দেখছেন সিএনজি নেই। বাসে যাওয়ারও উপায় নেই বলে জানান তারা।

তবে ইজিবাইক ও সিএনজি চালকেরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘আমরা তো এসব যানবাহন চুরি করে আনছি না। টাকা দিয়ে কিনে আনছি। অথচ আমাদের গাড়ি আটকে রাখতে পুলিশ। আমাদের গাড়ির লাইসেন্স পেতে যা যা করণীয় তাই করবো।’

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, ‘অনেক গাড়ি আছে যেগুলোর কোনো নম্বর নেই। সড়কে দুর্ঘটনা ঘটার পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর এসব অবৈধ যানবাহন ও থ্রি হুইলার গাড়িগুলো যাতে মহাসড়কে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি আমরাও মাঠে কাজ করব।’

এ বিষয়ে কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী বলেন, 'বর্তমানে কুষ্টিয়া শহরের মূল সমস্যা যানজট, যার পেছনে রয়েছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক। দুই হাজার ইজিবাইককে লাইসেন্স দেওয়া হলেও এখন সে সংখ্যা ১০ হাজারের মতো।'

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, শহরে ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণ ও রুট নির্ধারণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। প্রথমেই যেসব ইজিবাইক শহরের বাইরে অবস্থান করে, তারা কোনো রকমেই শহরে প্রবেশ করতে পারবে না, শহরের ইজিবাইক শহরের বাইরে যাবে না।’

এ সম্পর্কিত আরও খবর