বাড়ি নেয়ার পথে প্রতিবন্ধীকে ধর্ষণ করল রিকশা চালক

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম | 2023-09-01 17:43:24

বাড়ি নেয়ার পথে প্রতিবন্ধীকে ধর্ষণ করল রিকশা চালক

পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (৩৬) ধর্ষণের অভিযোগে রিকশা চালক মো. আলম আকনকে (৬০) আটক করেছে র‌্যাব-৮।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে শহরের লোহালিয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক আলম আকন টাউন জৈনকাঠি এলাকার মৃত তোজম্বর আলীর ছেলে।

র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, প্রতিদিনের মতো বুধবার শিক্ষা গ্রহণের জন্য স্কুলে যায় বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী। স্কুল ছুটির পরে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল রিকশা চালক আলম আকন। তবে পথিমধ্যে শহরের ২নং বাধঘাট বালুর মাঠের পূর্ব পাশে ইটের স্তূপের ফাঁকে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে আলম।

এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে শহরের লোহালিয়া ঘাট এলাকা থেকে আলম আকনকে আটক করা হয়।

শেখ নাজমুল আরেফিন পরাগ আরও জানান, আসামিকে সদর থানায় হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow