চাঁদপুরে আ'লীগ সমর্থিত আইনজীবী প্যানেলের পূর্ণাঙ্গ জয়

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-30 10:53:14

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। জেলা বারের নির্বাচনে বহু বছর পর এককভাবে কোন পূর্ণাঙ্গ প্যানেল এবার প্রথম বিজয় লাভ করল।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সমিতির ২৯৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ২৮৮ জন। রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি এড. আবদুল লতিফ শেখ। আর রিটার্নিং অফিসার ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এড আব্দুল্লাহ আল মামুন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী পূর্ণাঙ্গ প্যানেল এবং তাদের প্রাপ্ত ভোট হচ্ছে, সভাপতি পদে এড. শেখ জহিরুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলহাজ্ব মোঃ নওশেদ আহমেদ পেয়েছেন ১৫৭ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল পেয়েছেন ১৫১ ভোট, সাধারণ সম্পাদক পদে এড. শাহাদাত হোসেন ১৫২ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এড এবিএম সানাউল্যা ১৭১ ভোট, সম্পাদক ফরমস পদে এড. মোহাম্মদ নূরুল আমিন খান ১৫১ ভোট, সম্পাদক লাইব্রেরী পদে এড. মোহাম্মদ ফারুক খান ১৫৮ ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে এড. মোঃ খোরশেদ আলম শাওন ১৫৪ ভোট, জেনারেল অডিটর পদে এড. মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া ১৫২ ভোট, রানিং অডিটর পদে এড. মোঃ শাহজাহান আখন্দ ১৬২ ভোট, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. সাইফুল ইসলাম শাহিন ১৫২ ভোট, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী ১৪৯ ভোট এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. বিশ্বজিৎ কর রানা ১৪৭ ভোট, এড. মোঃ আল আমিন হোসেন ১৫৮ ভোট ও এড. মোঃ কামরুল ইসলাম ১৩৭ ভোট।

অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলের প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে, সভাপতি পদে এড. মোঃ ইব্রাহিম খলিল ১২৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ সহিদুল হক খান ১২৭ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ কামাল হোসেন মজুমদার ১৩৩ ভোট, সাধারণ সম্পাদক পদে এড. মোঃ এমরান হোসেন ১২৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মাসুদ প্রধানীয়া ১১০ ভোট, সম্পাদক ফরমস পদে এড. মোহাম্মদ জসিম উদ্দিন সরকার ১৩৩ ভোট, সম্পাদক লাইব্রেরী পদে এড. কামাল হোসেন ১২৬ ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে এড. মোঃ জাকির হোসেন পাটোয়ারী ১২৭, জেনারেল অডিটর পদে এড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার ১২৮ ভোট, রানিং অডিটর পদে এড. মোঃ কামাল হোসেন পাটোয়ারী ১২১ ভোট, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. মোঃ মাহাবুবুল আলম ১৩২ ভোট, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. মোঃ আবুল হাসনাত বেপারী ১২৫ ভোট এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. আবদুল কাদের খান ১২৯ ভোট, এড. মোঃ মোজাহেদুল ইসলাম ১১৭ ভোট ও এড. মিসেস ফারজানা আক্তার ১৩০ ভোট।

নির্বাচন চলাকালে জেলা আইনজীবী সমিতি ভবনে এসে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মনির চৌধুরীসহ আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফলাফল ঘোষণার পর প্রথা অনুযায়ী তখনই বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সম্পর্কিত আরও খবর