নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার(২৫ জানুয়ারি) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে কলেজের আয়োজনে এক সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, সঠিকভাবে পাঠদান এবং শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে বলাও হয়েছে।
নড়াইলে শিক্ষার গুনগত মান-উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক আনজুমান আরা।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান জয়দেব চনদ্র সাহা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহযোগী অধ্যাপক অসিম কুমার সাহা,কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড.মতিউর রহমান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.কালিদাস বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজ্জাদ হোসেন টিপু প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।