কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী আকবর (২০) নামে এক পর্যটক পানিতে ডুবে মারা গেছেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে টুরিস্ট পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইনস্পেক্টর খলিলুর রহমান জানান, পিরোজপুর জেলার ভাইজোরা এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র আলী আকবর আজ সকালে বন্ধুদের সাথে কুয়াকাটায় ঘুরতে এসেছিল। এরপর গোসল করতে নামলে সে নিখোঁজ হয়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নিহতের পরিবারের কাছে সংবাদ জানানো হয়েছে। মহিপুরে থানা পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে বলে জানান তিনি।