‘মেডিকেল প্রতিবেদন নয়, যেন রাজনৈতিক প্রতিবেদন’

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-26 19:52:05

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে গণধর্ষষের শিকার গৃহবধূকে দেখতে এসে মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, ‘মামলার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও ধর্ষণের আলামত পাওয়া যায়নি। চিকিৎসকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে মেডিকেল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি মেডিকেল প্রতিবেদন নয়, যেন রাজনৈতিক প্রতিবেদন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই নারীকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।

একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে মওদুদ বলেন, ‘এই নির্বাচনে পর দেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারই সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে। যার ফলে সরকারের পতন হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- দলের জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. শাহজাহান, চেয়ারপানসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।

২৫.০১.১৯

এ সম্পর্কিত আরও খবর