চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় ছাত্রলীগ কর্মী মিরাজ ও বশিরকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শনিবার জখম ছাত্রলীগ কর্মী মিরাজের মা পান্না বেগম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এই মামলা দায়ের করেন।
এতে আসামি করা হয়েছে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক তাপুসহ ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে। এছাড়া অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে বেশ কয়েকজনকে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল খালেক মামলার বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, শনিবার বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় গুরুতর জখম হয় অন্য পক্ষের মিরাজ ও বশির নামে দুই কর্মী। চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকার দক্ষিণপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ ও বশিরের শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়। এর মধ্যে মিরাজের বাম পায়ের রগও কেটে দেওয়া হয়। অবস্থা আশঙ্কজনক হওয়ায় রাতেই মিরাজকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রেফার্ড করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।