ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে কাচারীঘাটে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খাবারসহ পণ্যের দাম গলাকাটা যেন না হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি বলেন, বাণিজ্যমেলা হলো বিক্রয়, বিপণন, বিনোদন ও প্রসারের জায়গা। তাই মেলা যেনো টেকসই হয়।
দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা মটর মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দিন মন্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।
পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় রয়েছে শিশুদের বিভিন্ন রাইড, বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা ও কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন পণ্যের ১০৪টি স্টল। তবে আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী বাণিজ্য মেলাটি জমতে প্রায় সপ্তাহখানিক সময় লাগবে।