পুলিশকে পিটিয়ে অস্ত্র লুট

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:29:57

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ থামাতে গিয়ে এক পক্ষের হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা।

এই সময়ে স্থানীয় কয়েকজন পুলিশের এক উপ-পরিদর্শককে মারধর ও কুপিয়ে জখম করে তার অস্ত্র নিয়ে যায়। ২৬ জানুয়ারি শনিবার রাত ৮টায় উপজেলার ভুলতা ইউনিয়নের চেলাপাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেলাপাড়া গ্রামে রাত্রিকালীন ফুটবল খেলার আয়োজন করা হয়। শনিবার রাতে স্থানীয় দুই দলের খেলার সময় মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) নাজিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে হাজির হয়।

তখন পুলিশ এক পক্ষকে থামাতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। ঐ সময়ে এক পক্ষের কয়েকজন হামলা করে এস আই নাজিরুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় লুটে নেওয়া হয় তার সঙ্গে থাকা অস্ত্র।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, একজন পুলিশের উপ-পরিদর্শককে মারধর করা হয়েছে। তার অস্ত্র খোয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর