অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাথমিকভাবে তা নেভানোর পদ্ধতি শিখেছে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।
রোববার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্কুল ক্যাম্পাসে অগ্নি নির্বাপণ ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডের কারণ ও এ ঘটনায় আমাদের করণীয় কী বিষয়ের ওপর ওই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সিনিয়র শিক্ষক শামসুল আলম, মাধবী রাণী সরকার, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রেজাউল হক বার্তা২৪.কমকে বলেন, ‘সাধারণত বেশির ভাগ সময় অসাবধানতা ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে। তাই আমরা জনসচেতনতার লক্ষ্যে প্রতি রোববার অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডিসপ্লে, অগ্নিকাণ্ডে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার পদ্ধতি ও অগ্নি নির্বাপণের এই মহড়ার আয়োজন করি।
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে তাদের ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার (০১৭৭৮-৪০০৯০২) দেন এবং কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে উক্ত নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করার অনুরোধ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা বলেন, ‘ফায়ার সার্ভিসের এই উদ্যোগকে স্বাগত জানাই। কারণ আমাদের শিক্ষার্থীরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ওপর জ্ঞান অর্জন করল। এতে তারা বেশ উপকৃত হবে বলে আশা করছি।’ এ সময় তিনি ফায়ার সার্ভিসের এই মহড়া অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।