জুটল চাকরি, ঘুচলো অভাব

নীলফামারী, দেশের খবর

মাহমুদ আল হাসান (রাফিন), ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম | 2023-08-11 19:26:18

নীলফামারীর জলঢাকা কলেজপাড়ার বাসিন্দা নাহিদ পারভেজ পাভেল। ২০০৯ সালে মিজানুর রহমান চৌধুরী কৃষি কলেজ থেকে ডিপ্লোমা পাশ করেন। ২০১২ সালে রংপুরের তাজহাট কৃষি ইনস্টিটিউট থেকে বিএজিএড সম্পন্ন করেন।

এরপর সাত বছর ধরে বেকার জীবন ছিল তার। পিতাহারা সংসারে বেকারত্ব দূর করতে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। ছোট বোন ব্র্যাক পরিচালিত একটি স্কুলে শিক্ষকতা করতেন। সেই টাকাতেই কোনো মতে সংসার চলত।

দুঃখের এ দরিয়াতে সাঁতার কাটতে ক্লান্তি ছিল না পাভেলের। তাই চাকরির সন্ধানে একের পর এক আবেদন করে গেছেন। অবশেষে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ কর্তৃক কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নাবি হোসাইন উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক হিসেবে চাকরিতে যোগদানের জন্য মুঠোফেনে ক্ষুদে বার্তায় ডাক পেয়েছেন পাভেল। সেই ডাকে সাড়া দিয়ে টেকনাফের অচেনা গ্রাম নয়াপাড়া যেতে প্রস্তুত তিনি।

এ নিয়ে নাহিদ পারভেজ পাভেল তার নিজস্ব ফেসবুকে প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ শেয়ার কনে।

এতে তিনি লিখেছেন, ‘মানবতার মা শেখ হাসিনাকে অসংখ্য সালাম। ১৮৫ টাকায় চাকরি। অবিশ্বাস্য হলেও ইহাই সত্য। সৃষ্টিকর্তা মহান। এই দিনে বাবা নেই। পৃথিবীতে মা বোন আত্মীয় স্বজন, বন্ধুদের সকলের কাছে দোয়া চাই।’

তিনি আরও লেখেন, ‘আপনার পতনের সময়ে আমার উন্নতি। পুরাতন ঠিকানা ভুলে নতুন ঠিকানায় যাচ্ছি। টেকনাফ, কক্সবাজার।’

এ বিষয়ে পাভেল বার্তা২৪.কমকে বলেন, ‘গত ৭ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছি। বরাবরের মতো এবারও এনটিআরসিএ-তে ১৮৫ টাকা খরচ করে শিক্ষক পদে চাকরির আবেদন করেছিলাম। ঘুষ-দুর্নীতির ভিড়ে চাকরি পাব বলে আশা করিনি। কিন্তু প্রধানমন্ত্রী সকল ধারণা পাল্টে দিয়েছেন। ঘুষ ছাড়াই চাকরি পেয়েছি। আমি ও আমার পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, ‘পড়াশোনা শেষ করার পরপরই বাবাকে হারিয়েছি, সংসারে অন্ধকার নেমে এসেছিল। পুরো পরিবারে হতাশা নিয়ে দিনাতিপাত করছিলাম। এবার আলোর হাতছানি দেখতে পারছি।'

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের অধ্যক্ষ আহমেদ হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘দেশ ও জাতির উন্নয়নে শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করা আবশ্যক, কারণ এই খাতে দুর্নীতি হলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। একজন সৎ রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা যথাযথ চেষ্টা করে যাচ্ছেন। এটি প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী পদক্ষেপ। আগামী দিনে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এটা তারই প্রয়াস। মেধার সর্বোচ্চ দাম দিয়ে, ঘুষ-দুর্নীতি ছাড়া যারা শিক্ষক হিসেবে সুপারিশকৃত হয়েছেন তাদের প্রতি অনুরোধ, দেশের জন্য সর্বোচ্চটা করবেন।'

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে ১৫ হাজার ১৫৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৯ হাজার ৩১৭ জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সুপারিশ চূড়ান্ত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রার্থীকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর