পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী | 2023-08-27 11:05:26

পটুয়াখালীর পায়রা নদীতে অভিজান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল ও দুটি বেহুন্দিজাল (ছোট ফাসের জাল) উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে পায়রা নদী তীরে সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতীর উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

লতিফা জান্নাতী জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ বছর ১৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচানা করা হচ্ছে। আজ প্রায় ৩৬ লাখ টাকার কারেন্ট জাল ও বেহুন্দিজাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার পাশপাশি মোবাইল কোর্ট চালানো হবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এবং মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর