চুয়াডাঙ্গায় সীমান্তের ওপারে বাংলাদেশি খুন

ঢাকা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম | 2023-08-10 04:28:23

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা নাস্তিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ওমিদুল আলম (৩৫) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে দিকে নাস্তিপুর সীমান্তের ওপারে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে নিহত বাংলাদেশি ওমিদুলের মরদেহ ফেরত চেয়ে সকালেই সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। নিহত ওমিদুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নান্তিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

নিহতের বাবা আব্দুল মালেক জানান, রোববার রাতে বাড়িতেই ছিল ওমিদুল। এরপর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় সে। রাতে আর বাড়িতে ফেরেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, নান্তিপুর গ্রামের কৃষকরা সকালে সীমান্ত সংলগ্ন মাঠে কৃষি কাজ করতে যান। এ সময় বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১২০ গজ ভেতরে ভারতের বিজয়নগর অংশে ওমিদুলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর খবর দেওয়া হয় বিজিবির স্থানীয় বিওপি ক্যাম্পে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, নিহত বাংলাদেশির মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামে দামুড়হুদা থানায় বেশ কয়েকটি মাদক ও চোরাচালানের মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর